মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজার হতে ঘোলতলী বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার ও প্রশস্তকরণ না করায় জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাদিয়ে চলাচল করছে যানবাহনসহ এ এলাকার মানুষ।রাস্তাটি নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। লৌহজং উপজেলার নওপাড়া বাজার হতে ধারার হাট লাল মসজিদ ঘোলতলী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার।এই রাস্তার ৩ কিলোমিটারের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে চরম দুর্ভোগে পরছে এলাকার মানুষ।গর্তের কারনে ব্যাটারি চালিত অটো ও রিক্সা চলাচল করতে বাঁধাগ্রস্ত হচ্ছে। এতে ব্যটারি চালিত আটো ও রিক্সার চাকা গর্তে পরে গিয়ে যাত্রীসহ আটো দূর্ঘটনা ঘটে। এই রাস্তাদিয়ে বালিগাঁও, মুন্সীগঞ্জ,ঘোলতলী-ঢাকা বাসস্টেশন সহ শামুরবাড়ী হাসপাতাল পদ্মা নদীর নিকটবর্তী শর্টকাট যাতায়াতের গুরুত্বপূর্ন রাস্তাটি একমাত্র মাধ্যম।প্রতিদিন প্রায় ৫ হাজারের ও বেশি মানুষ যাতায়াত করছে। এছাড়াও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত রিকাশা, ভ্যান, ইাজবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি, ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে। সরজমিনে গিয়ে দেখা যায়, এ রাস্তাটিতে বড় বড় গর্ত থাকায় প্রায় দুর্ঘটনায় পতিত হয়ে অনেকেই আহত হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা স্থানীয় জনপ্রতিনিধি কেউ এই বিষটি আমলে নিচ্ছেন না।বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় লোকজন।উক্ত অহেলিত রাস্তাটি নিয়ে ইজিবাইক চালক মোহাম্মদ সালাউদ্দিন ব্যাপারী জানান, রাস্তায় গাড়িতে যাত্রী নিয়ে সর্তক না হয়ে চললে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অনেক সময় বিপরীত পাশে আসা গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সম রাস্তার পাশে গর্তে চলে যায়।এ কারণে অনেক সময় এ রাস্তায় গাড়ি নিয়ে আসতে চাননা, ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।বিশেষ করে রিক্সা চালকরা অনেক ঐ পথে রিক্সা নিয়ে যেতে চায় না। স্থানীয় বাসিন্দারা জানান,সবচেয়ে বেশী ভোগান্তি পরে ঢাকা থেকে আসা লোকজন। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন। এব্যপারে বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদারের সাথে যোগাযোগ করলে তিনি এবিষয়ে সত্যতা শিকার করে বলেন নওপাড়া-ঘোলতলী রাস্তাটি এখন ব্যস্ততম রাস্তা এই রাস্তা দিয়ে বৌলতলী,গাঁওদিয়া,খিদিরপাড়া,বালিগাঁও এই চার ইউনিয়নের লোকজন যাতায়াত করে তাই উক্ত রাস্তাটি সংস্কার ও প্রশস্তকরণ জরুরী রাস্তাটি সংস্কার বিষয়ে উপজেলা পরিষদে আগামী আইনশৃংঙ্খলা মিটিংয়ে উপস্থাপন করবো বলে যানান।