লৌহজংয়ে তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গাওদিয়া ইউনিয়নের রিপন তালুকদারের বাড়িতে গাওদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে ৩ শতাধীক কম্বল বিতরণ করা হয়।
গাওদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ আলম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান খান, ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি হাছান উদ্দিন মোল্লাহ, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার বাচ্চু, লৌহজং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সহ-সম্পাদক সোহেল আহম্মেদ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।#