পাকিস্তান ক্রিকেট দলের কান ধরে টানার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক গতি তারকা শোয়েব আখতার।
টানা দুই টেস্টে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান দলকে নিয়ে এমন মন্তব্য করলেন তিনি।
দলের এমন পারফরম্যান্সে হতাশার পাশাপাশি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে নিউজিল্যান্ড সফররত পাক দলকে একেবারে ধুয়ে দিলেন তিনি। পাশাপাশি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের ওপরও ক্ষোভ উগড়ে দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিকেই দায়ী করলেন শোয়েব।
মঙ্গলবার পাকিস্তান দলের কড়া সমালোচনা করে একটি ভিডিও টুইট করেছেন শোয়েব আখতার৷
সেখানে তিনি বলেন, ‘পিসিবি নিজেদের তৈরি করা নীতিতেই নিজেরাই কাটা পড়ছে৷ গড়পত্তা খেলোয়াড়দের নির্বাচন করলে গড়পত্তা ফলই পাবে৷ পাকিস্তান যখনই টেস্ট খেলছে, তখনই দলের আসল চেহারাটা বেরিয়ে আসছে৷ পাকিস্তান এখন স্কুলপর্যায়ের ক্রিকেট খেলছে৷ আমি মনে করি ক্লাবের টিমগুলো এর চেয়ে ভালো খেলে৷ ম্যানেজমেন্টই প্লেয়ারদের স্কুলপর্যায় নামিয়ে এনেছে৷ আবার ম্যানেজমেন্ট ভাবছে দল বদলাবে৷ আমার প্রশ্ন– ম্যানেজমেন্ট নিজে কবে বদলাবে?’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘টেস্ট হেরেছে, ব্যাপারটি এমন নয়। কিন্তু যেভাবে হেরেছে সেটিই প্রশ্ন। পাকিস্তান ক্রিকেট দলের কান ধরে টানার সময় হয়েছে।’