মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, পায়রা উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন ও সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারীর নেতৃত্বে সরকারি লৌহজং বিশ^বিদ্যালয় কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঘোড়দৌড় বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘুরে উক্ত কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপরে সেখানে পায়রা উড়িয়ে ও কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।