কচুয়ায় ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো: মাসুদ রানা,কচুয়া ॥ কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
\গতকাল শুক্রবার সকালে পাথৈর মিয়াজী বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: হুমায়ুন কবির প্রধান।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাসুদুল হাছানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো: মকবুল হোসেন মিয়াজী,যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম,সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ,পাথৈর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান প্রধান,বিতারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহীদ উল্যাহ ভূঁইয়া,জেলা যুবদলের সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন ও ছাত্র ফোরামের সাবেক সভাপতি জিয়া উদ্দিন মজুমদার।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ওয়ালী সরকার তৌহিদ,যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল প্রধান,আমিনুল ইসলাম আমিন, আছমা সিকদার নিপা,সাইফুল ইসলাম সোহেল,আমিন উদ্দিন পাঠান,সদস্য আব্দুল মমিন আখন্দ,ছাত্রদল নেতা জসিম উদ্দিন সবুজ,কামরুল ইসলাম,আখতার হোসেন,মাসুদ মোল্লা প্রমুখ। একই দিনে কচুয়া,রহিমানগর,সাচার,পালাখালসহ ৫টি স্থানে ব্যাপক আয়োজনে ছাত্রদলের উদ্যোগে কচুয়ার বিএনপি’র বর্তমান অভিভাবক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নির্দেশে কেক কেটে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল,সাচার,পালাখাল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।