আজ ঢাকা হাজারীবাগ থানার ২২নং ওয়ার্ডের ৩৩নং নিলাম্বর সাহা রোর্ডে স্বপ্ন শোরুম উদ্বোধন করেন হাজারীবাগ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাজু এবং ২২নং ওয়ার্ডের যুব নেতা শোরুমের সত্বাধিকা জনাব খন্দকার ওয়াবাদুল করিম বাপ্পি ও আওয়ামীলীগের স্থানিয় নেত্রি বৃন্দরা উপস্থিত ছিলেন, উদ্বোধনের সময় হাজারীবাগ থানার ২২নং ওয়ার্ডের স্থানিয় মসজিদের ইমাম সাহেব শোরুমের কার্যক্রম সুন্দর ভাবে যেন পরিচালনা হয় তার জন্য সকলকে নিয়ে দোয়া ও মোনাযাত করেন, উদ্বোনের সময় স্থানিয় এলাকা বাসিন্দারা আনন্দে উৎসক প্রকাশে আজ প্রথম দিন কেনা কাটা করেন এতে শোরুমের স্বতাধিকার জনাব খন্দকার ওয়াবাদুর করিম বাপ্পি যুব নেতা সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধনবাদ্য প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন উনার শোরুমের জন্য।