মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের সাথে লৌহজং প্রেস ক্লাবের সাংবাদিকদের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৃথক পৃথকভাবে নবনির্বাচিত লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার নেতৃত্বে সাংবাদিকেরা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান খানের সাথে মতবিনিময় করেন।
এর আগে ফুলের তোড়া দিয়ে তাঁদের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শওকত হোসেন, সহ-সম্পাদক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ আ.স.ম আবু তালেব, দপ্তর সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইমন হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রজমান হোসেন খান রকি, মো. মোশারফ হোসেন বাবু ও শেখ মো. সোহেল রানা।
viagra online paypal uk viagra online viagra vs cialis
india generic viagra viagra no pascription viagra scams
buy viagra on line order viagra online from canada viagra inside inida shipping