আগামী ১৭ তারিখ ভারত
বাংলাদেশের চিলাহাটি হলদিবাড়ী রেল যোগাযোগ উদ্বোধন হতে যাচ্ছে,তাই আজ রেল
মন্ত্রী চিলাহাটি এসে উদ্বোধনী অনুষ্ঠানটি ড্যামি উদ্ভোধন করলেন।
রেল মন্ত্রী নুরল ইসলাম সুজন চিলাহাটি এসে উদ্বোধনের যাবতীয় কার্য্যক্রম
ঘুরে দেখেন এবং রেলের উদ্বোধন কতৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি মালবাহী
ট্রেনের বগি ইঞ্জিন সহ সব কিছু ঠিক ঠাক আছে কিনা তাহা স্বচক্ষে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, রেলের উর্দ্ধতন কতৃপক্ষ, নীলফামারী (১) আসনের ডোমার ডিমলার এমপি বীর মুক্তিযোদ্ধা আবতাব উদ্দীন সরকার, সাবেক এমপি
রাবেয়া আলীম,জেলা প্রশাসক ও এসপি নীলফামারী, ৫৬ বিজিবি সি.ও,ডোমার উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা চেয়ারম্যান,আওয়ামীলীগ নেত্রী সরকার ফারহানা আক্তার সুমি,ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুল রহমান
বকুল এবং নেতা ও কর্মী বৃন্দ।