আগামি ১৭ ই ডিসেম্বর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যে
দুইদেশের প্রধান মন্ত্রীর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ট্রেন যোগাযোগের
উদ্ভোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার রেল মন্ত্রী নুরল ইসলাম সুজন চিলাহাটি পরিদর্শনে এসে
এসব কথা বলেন। পরে তিনি রেলের যাবতীয় অবকাঠামো রেল পথ প্রকল্প নির্মান ও
বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভোর্ধন স্থল ভি আই পি
প্যান্ডেলসহ নানা প্রোগ্রামের স্থান ঘুরে ঘুরে দেখেন এবং আগামি ১৭ তারিখ
রেল যোগাযোগ অনুষ্ঠান উদ্ভোর্ধন যাহাতে প্রানবস্ত হয় তার জন্য
কর্তৃপক্ষকে দিক নির্দেশনা দেন। এই সময় চিলাহাটি পরিদর্শন কালে তার সঙ্গে
ছিলেন রাবেয়া আলীম এম পি আওয়ামী লিগ নেতা ফারয়ানা আক্তার সুমি, রেলের
পশ্চিমাঞ্চলে পি ডি জনাব আব্দুর রহিম ও রেলের কর্র্তৃপক্ষদ্বয় ম্যাক্স
লিমিটেড এর চেয়ারম্যান আফজাল হোসেন ডি সি, এস পি নীলফামারী ৫৬, বিজিবি
অধিনায়ক স্থানীয় গনমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।