নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েবেশ কিছু বালুর ড্রেজার পাইপ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নেরইছাখালি, বড়ালু, পুর্বগ্রাম, ডাক্তারখালী, ভাওয়ালিয়াপাড়াসহআশপাশের এলাকায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহীম্যাজিস্ট্রেট শাহ্ নুসরাত জাহান এ অভিযানের নেতৃত্ব দেন। হাইকোর্টেরনির্দেশকে অমান্য করে না কিনেই জলাশয় ও কৃষি জমিতে অবৈধ ভাবেবালু ভরাট বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের পর এঅভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য গত ৯ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা ভূমি অফিসেরসামনে কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট বন্ধের দাবিতে আয়োজিতমানববন্ধনে ভূমিদস্যুদের নিয়োজিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায়২০ জন কৃষক আহত হয়। তারই ধারাবাহিকতায় এই অভিযানপরিচালনা করা হয়।