সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানে ১৪’জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে থানার বিভিন্ন এলাকা থেকে পুলিশের ষষ্ঠ দিনের এ বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ১০’জন, নিয়মিত মামলায় ৩’জন ও ১০’পিস ইয়াবা ট্যাবলেটসহ ১’জন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ মশিউর রহমান বিপিএম জানান, সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান ছলছে চলবে। আমাদের এ অভিযানে ১৪’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ##