নিজস্ব প্রতিবেদন, লৌহজং:-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়ায় স্থানীয় সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর উপজেলার গাওদিয়া ইউনিয়নের ঘোলতলী বাজার আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের আগে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। গাওদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন মিলন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এইচ,এম আজিজুল রমহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুল হাসান বাবুল।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম বেপারী, গাওদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আয়নাল হাসান, মো. আনোয়ার হোসেন আনু প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির করোনা পজেটিভ আসে।#