দৈনিক স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটি এলাকায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা আদেশ প্রতিপালনের লক্ষ্যে গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি মেয়র, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর একটি আবেদনপত্র দিয়েছেন সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মৃত আশরাফ আলীর ছেলে জালাল উদ্দিন। জালাল উদ্দিন উল্লেখ করেছেন, আমি বাদী হইয়া নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালতে আমার স্বত্ব দখলীয় আটি মৌজাস্থিত সিএস-১৬৩, ১৬৬, ১৬৫ নং খতিয়ান তথা এসএ-২৫৭, ২৪০, ২৫৯ তথা আরএস- ৪৪, ২২৪ এবং ৪২ নং খতিয়ানে উল্লেখিত দাগ নং-৬০৩, ৪৮২, ৪৮৩, ৪৮৪, ৪৮৫, ৬০৪, ৪৮৬, ৬০৭, ৪৮৭ এর মধ্যে হইতে পৌনে ৫৮ শতাংশ বাবদ নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করি। যাহার দেওয়ানী মোকদ্দমা নং-১০৮/২০। উক্ত মোকদ্দমায় ১নং বিবাদী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র এবং ২নং বিবাদী ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান। আমার স্বত্ব দখলীয় জমিতে যাহাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রাস্তা নির্মাণ করতে না পারে তৎ বাবাদ বিজ্ঞ সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করলে মাননীয় আদালত ৭ দিনের সোকজ নোটিশ প্রদান করে।যাহার বিরুদ্ধে সংক্ষুব্ধ হইয়া আমি মাননীয় জেলা জজ আদালতে সিভিল রিভিশন নং-২৫/২০ দাখিল করি। জেলা জজ আদালত হইতেও নিষেধাজ্ঞা না পাইয়া আমি মহামান্য হাইকোর্ট বিভাগে ১৫/১১/২০ইং তারিখে সিভিল রিভিশন দাখিল করি। মাননীয় হাইকোর্ট বিভাগ শুনানী অন্তে গত ১৬/১১/২০ইং তারিখের আদেশে রুল ইস্যু করেন এবং এক অন্তবর্তীকালীন আদেশ দ্বারা মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলরকে আমার স্বত্ব দখলীয় জমির উপর কোন প্রকার রাস্তা নির্মাণ থেকে বিরত থাকার জন্য আদেশ প্রদান করেন।
এ ব্যাপারে যথাযথ আইনী প্রক্রিয়া গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী জালাল উদ্দিন।