অনিক শেখ মুন্সীগঞ্জ : শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে আইন শৃংঙ্খলা রক্ষার দিন-রাত ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, হোসনে আরা হাসির নেতৃত্বে মুন্সীগঞ্জে মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম কাজ করে যাচ্ছে। মুন্সীগঞ্জ জেলা কমান্ড্যান্ট, হোসনে আরা হাসি জানান, জেলায় ৩০৪টি পূজামণ্ডপে ৩২টি মোবাইল টিম ও ০৯টি কুইক রেসপন্স টিম সহ ৪১টি টিমে মোট ৪১০জন সশস্ত্র আনসার ও ভিডিপি সদস্য কাজ করছে। মুন্সীগঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট (অতি: দা:) মোস্তাফিদুল হক বলেন, মহামারী কোডিভ-১৯ এর কারণে মাননীয় মহাপরিচালকের নির্দেশে কুইক রেসপন্স টিম দিন-রাত ২৪ঘন্টা সেবা দিচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে পূজামন্ডপে আইন শৃংঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এ বাহিনীর সদস্যগণ।